রাজনৈতিক নয় যোগ্যদেরই সারের লাইসেন্স: কৃষি উপদেষ্টা

কৃষি খাতে দুর্নীতি ও কারসাজি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার— জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২১ জুলাই) কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এখন থেকে যোগ্যদেরই সারের ডিলারশিপ দেওয়া হবে, রাজনৈতিক বিবেচনা নয়।
তিনি বলেন, ‘যারা সারের লাইসেন্স নিয়ে নয়ছয় করবে, তাদের বাদ দেওয়া হবে। কৃষি খাতের দুর্নীতি ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
উপদেষ্টা জানান, বর্তমান সরকারের সময়ে সার ক্রয় ও বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা আগের চেয়ে অনেক বেশি। এবার ধান উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ লাখ মেট্রিক টন বেশি হয়েছে বলেও জানান তিনি।
খাদ্য সংকটের কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, শাকসবজি সংরক্ষণের জন্য ১০০ মিনি কোল্ড স্টোরেজ তৈরি করা হয়েছে। কৃষকদের জন্য পেঁয়াজ সংরক্ষণের আধুনিক ব্যবস্থা ও এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হচ্ছে।
উৎপাদিত আলুর দাম না পাওয়ায় ওএমএস কার্যক্রমে আলু অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি।
মালয়েশিয়ার সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে সাশ্রয়ী দামে সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী নভেম্বর পর্যন্ত পর্যাপ্ত সারের মজুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে শাকসবজির বীজ প্রণোদনা দেবে সরকার। গত অর্থবছরে কৃষি মন্ত্রণালয় থেকে ৩৩ লাখ বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়েছে।
ব্রিফিংয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন।