উত্তরায় বিমান বিধ্বস্ত নি’হত ১ বার্ন ইনস্টিটিউটে ১৩ জন বেশির ভাগই শিক্ষার্থী

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত অবস্থায় ১৩ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের বেশির ভাগই শিক্ষার্থী বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে বিমানটি ভেঙে পড়ে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, আহতদের মধ্যে ৪ জনকে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।
উদ্ধার কাজে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে দুই প্লাটুন বিজিবি।
আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।