আদালতে দাঁড়িয়ে ফুটবল একাডেমির খোঁজ নিলেন ব্যারিস্টার সুমন

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের স্বপ্নের ফুটবল একাডেমির খোঁজ নিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে হাজির করা হয় তাকে।
সকালে কারাগার থেকে ব্যারিস্টার সুমনসহ আটজনকে আদালতে আনা হয়। হাজতখানা থেকে বের হওয়ার সময় স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আশেপাশে থাকা ফুটবলারদের খোঁজ নিতে দেখা যায় তাকে।
আদালতের সিঁড়িতে ওঠার আগে সুমন বলেন, “আমি ভালো আছি, আপনারা দোয়া করবেন।” সাংবাদিকদের তিনি বলেন, “প্রতিশোধের আগুনে শুধু আমরা নয়, পুরো দেশ পুড়ছে। নতুন প্রজন্মের স্বপ্নের সঙ্গে বেঈমানি করা হচ্ছে।”
শুনানি শেষে মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আবার হাজতখানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের বাধা সত্ত্বেও ফুটবলার সৈকত হেলাল তাকে ডাকতে থাকেন। বের হওয়ার আগে ব্যারিস্টার সুমন বলেন, “দেশটা ভালো থাকুক।”