‘একদলীয় হয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার’ — রিজভী আহমেদ

রিজভী আহমেদ : ছবি-সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে।
সোমবার (২১ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আরব আমিরাত শাখার নেতা-কর্মীদের সঙ্গে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, “বাংলাদেশ একসময় শেখ হাসিনার বানানো কারাগারে পরিণত হয়েছিল। গণতন্ত্র এখনও নিরাপদ নয়, সুষ্ঠু নির্বাচনের কথা বলা হলেও নানা গোজামিল চলছে। আমরা চাই দুঃশাসন্মুক্ত বাংলাদেশে গণতন্ত্রের শর্তগুলো পূরণ হোক, রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করুক, জনগণ স্বাধীনভাবে কথা বলুক।”
তিনি আরও বলেন, “এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল গণতান্ত্রিক আন্দোলনের অংশ ছিল, কিন্তু আন্দোলনের ফসল ঘরে তুলতে গিয়ে তারা অনেকে মন্ত্রী-উপদেষ্টা পদ নিচ্ছে, অথচ শহীদ ছাত্রদের বিচার এখনো হয়নি।”
অন্তর্বর্তী সরকারের নানা দুর্বলতা ও আইন-শৃঙ্খলার অবনতি তুলে ধরে তিনি বলেন, “অর্থনৈতিক সংকট, শুল্কহার বৃদ্ধি—সব মিলিয়ে দেশে অস্থিরতা বাড়ছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই স্থিতিশীল সরকার গঠন জরুরি।”