পবিপ্রবিতে আবারও শ্রমিক নি;হত নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আবারও নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম তানজিল (২০)। শনিবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে শিক্ষক ডরমিটরি ভবনে কাজ করার সময় তিনি পড়ে মারা যান।
মাত্র এক মাসের ব্যবধানে এটি দ্বিতীয় শ্রমিক মৃত্যুর ঘটনা। গত এক বছরে প্রাণ গেছে তিনজনের। নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।
ছাত্রদের অভিযোগ, নির্মাণস্থলে শ্রমিকদের কোনো সেফটি গিয়ার সরবরাহ করা হচ্ছে না। শিশু শ্রমিক দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ, মাদক সেবন ও মারামারির মতো ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব।
তারা বলছেন, ঠিকাদারদের দায়ী করে প্রশাসন হাত গুটিয়ে রাখছে। নিহত শ্রমিকের পরিবারকে কিছু টাকা দিয়ে মামলা না করতে চাপ দেওয়ার অভিযোগও রয়েছে।
আইন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহান বলেন, “একটির পর একটি প্রাণহানি ঘটছে অথচ কার্যকর কোনো ব্যবস্থা নেই। শ্রমিকদের সুরক্ষা ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।”
ঠিকাদার প্রতিষ্ঠান আমীর বিল্ডার্সের প্রজেক্ট ম্যানেজার দোয়েল হক দাবি করেন, “শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম সবই আছে, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে।” প্রকৌশল বিভাগের প্রধান ও প্রকল্প পরিচালকও নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথা বললেও বাস্তবে কাজের জায়গায় কোনো উন্নতি নেই বলে অভিযোগ স্থানীয়দের।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “নিরাপত্তা নিশ্চিতে একাধিকবার চিঠি দেওয়া হলেও ঠিকাদারের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের হাতে নেই।”
শিক্ষার্থীদের দাবি, বারবার প্রাণহানির পরও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতা।