মব জাস্টিসের হু’মকি : ইশরাক হোসেনের কঠোর হুঁশিয়ারি

ইশরাক হোসেন : ছবি-সংগৃহীত
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, “যেখানে মব দেখবেন সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়ি পাঠাতে হবে।” দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির রাজনীতি কখনো ভারতের আগ্রাসন মেনে নেবে না — এমনটাই জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “যে কোনো দেশ — পাকিস্তান, আমেরিকা, চীন বা রাশিয়া — আমাদের কোনো পরোয়া নেই। আমরা চাই সবার আগে বাংলাদেশ।”
বিএনপি নেতার বক্তব্যে আরও উঠে এসেছে, বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তি দেশের কোটি মানুষের হৃদয়ে দাগ কাটে। ইশরাকের ভাষায়, “বাংলাদেশের মাটিতে বাস করেও কেউ যদি জেলার মানুষের সেন্টিমেন্ট না বোঝে, তাহলে রাজনীতি দূরের কথা, তাদের প্রাইমারি স্কুলে পাঠানো উচিত।”
স্বৈরাচারী শাসনের অভিযোগ তুলে ইশরাক বলেন, “খুনি হাসিনা তার সবচেয়ে কাছের সচিবদের পাশে বসিয়ে রাখছে। মুরাদনগরে তিনজনকে পিটিয়ে হত্যার দায় প্রথমে বিএনপির ওপর চাপানোর চেষ্টা হয়েছে। পরে প্রমাণ হয়েছে হত্যাকারীরা সরকারি ছত্রছায়ায়।”
তিনি অভিযোগ করেন, গণমাধ্যম এখনো স্বাধীন নয়। আগে সাংবাদিকরা শেখ হাসিনাকে ভয় পেত, এখনও মব জাস্টিসের ভয়ে তারা সত্য প্রকাশ করতে সাহস পান না।
শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেখানে মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দিতে হবে — আর কোনো কথা নয়!”