সিরিয়ার দক্ষিণে সরকারি বাহিনী মোতায়েনে যুক্তরাষ্ট্রকে বার্তা সৌদির

সিরিয়ার দক্ষিণাঞ্চলে গোষ্ঠীগত সংঘাত নিয়ন্ত্রণে সরকারি বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে সৌদি আরব। এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ — জানিয়েছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়েছে, সুয়েইদায় সরকারি সেনা মোতায়েনে রিয়াদ সমর্থন দিয়েছে এবং ওয়াশিংটনের কাছে এ বিষয়ে সরাসরি বার্তা পাঠিয়েছে।
অজ্ঞাত সূত্রের বরাতে প্রতিবেদনে আরও দাবি করা হয়, সিরিয়ার সুয়েইদা ও দামেস্কে ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ সৌদি আরব। এ নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারার সঙ্গে ফোনালাপে ইসরায়েলি হামলার নিন্দা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এছাড়া সিরিয়ায় চলমান উত্তেজনা প্রশমনে শারার নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন যুবরাজ।
প্রসঙ্গত, সিরিয়ার সুন্নি বেদুঈন ও সংখ্যালঘু দ্রুজ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে সংঘাতে রূপ নিয়েছে। অপহরণ ও পাল্টা হামলার অভিযোগে দুই গোষ্ঠীর মধ্যে সহিংসতা বাড়ছে। এমন অবস্থায় সংখ্যালঘুদের নিরাপত্তার অজুহাতে ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে।
উল্লেখ্য, সুয়েইদা শহরটি সিরিয়ার বৃহত্তম দ্রুজ অধ্যুষিত এলাকা, যেখানে প্রায় সাত লাখ মানুষ বসবাস করেন। কিছুদিন আগেও সেখানে সরকারি বাহিনীর সঙ্গে নজিরবিহীন সংঘর্ষে জড়িয়েছিল দ্রুজ যোদ্ধারা।