| ২১ জুলাই ২০২৫
শিরোনাম:

ডোপ টেস্ট নিয়ে ভোগান্তি সীমিত পরীক্ষা ঢাকায়

ডোপ টেস্ট নিয়ে ভোগান্তি সীমিত পরীক্ষা ঢাকায়

দেশজুড়ে ড্রাইভিং লাইসেন্স ও সরকারি চাকরির জন্য বাধ্যতামূলক ডোপ টেস্ট করাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন শত শত মানুষ। রাজধানীসহ দেশের অনেক সরকারি হাসপাতালে ডোপ টেস্ট আংশিক বা পুরোপুরি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা।

সরেজমিন দেখা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে ভোর থেকে মানুষ বৃষ্টি মাথায় নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকলেও, অনেকেই পরীক্ষার সুযোগ পান না। আগে যেখানে প্রতিদিন ৪-৫শ’ জনের পরীক্ষা হতো, এখন সীমাবদ্ধ করা হয়েছে মাত্র ১০০ জনে — তাও শুধু ঢাকার স্থায়ী বাসিন্দাদের জন্য। ফলে ঢাকায় থাকা অন্যান্য জেলার মানুষরাও এই সেবা পাচ্ছেন না।

বিআরটিএ নির্ধারিত তালিকায় ঢাকার ৮টি হাসপাতাল ও ঢাকার বাইরে কিছু সরকারি হাসপাতালের নাম থাকলেও অনেক জায়গায় পরীক্ষা হয় না বা খরচ বেশি। ফলে ডোপ টেস্টের জন্য সেবাপ্রত্যাশীরা পড়ছেন চরম হয়রানিতে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের পরিচালক অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ বলেন, “ডোপ টেস্ট আমাদের মূল দায়িত্ব নয়, জনবল সংকটের কারণে স্বাভাবিক সেবাই দিতে হিমশিম খাচ্ছি।”

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানিয়েছেন, হাসপাতালের মূল দায়িত্ব রোগীদের সেবা। চালকদের ডোপ টেস্ট অন্য কোনোভাবে সরিয়ে নেয়ার বিষয়ে বিআরটিএ-কে চিঠি দেওয়া হবে।

প্রসঙ্গত, সরকারি চাকরি ও ড্রাইভিং লাইসেন্সের জন্য শরীরে মাদক আছে কি না, তা যাচাইয়ে ডোপ টেস্ট বাধ্যতামূলক। তবে সরকারি হাসপাতাল ছাড়া এই টেস্টের রিপোর্ট গ্রহণ করে না কর্তৃপক্ষ।

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫, ৬:৪৪ পিএম

শ্যামনগরে পৈত্রিক সম্পত্তি থেকে বিতাড়িত করতে অপচেষ্টা

ডোপ টেস্ট নিয়ে ভোগান্তি সীমিত পরীক্ষা ঢাকায়

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক ব্যক্তি স্বত্ত দখলীয় পৈত্রিক সম্পত্তি থেকে বিতাড়িত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন।

 

উপজেলার মুন্সিগঞ্জ ইউপির হরিনগর মৌজায় ১২জন জমির মালিক অভিযোগ করে জানান যে, অতিশয় দরিদ্র বাসিন্দা তারা। হরিনগর মৌজায় প্রায় সাড়ে তিনশত একর জমি রয়েছে তাদের। ১৯৯৫ সালে কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের আব্দুস সাত্তার মোড়লের অনুকুলে জমি ডিড বা লিজ প্রদান করেন। পাশের আরও অনেক জমির মালিক মৎস্য চাষ করার জন্য তার নিকট লিজ বা ডিড প্রদান করেন। ২০২০ সালে আব্দুস সাত্তার মোড়লের নিকট থেকে সাইদুর রহমান ২০২৫ সালের ৩০ জুন মাস পর্যন্ত সাব ডিড গ্রহণ করেন। ডিডের বা লিজের মেয়াদ শেষ হওয়ার কারণে জমির মালিকরা আব্দুস সাত্তার মোড়লের পুত্র এ এম এম সালাউদ্দীন শাওনের নিকট পরবর্তী পাঁচ বছরের জন্য ডিড বা লিজ প্রদান করেছেন।

 

জমির মালিকরা অভিযোগ করে বলেন সাইদুর রহমানের ডিডের মেয়াদ শেষ হলেও স্বত্ত দখলীয় জমি ছাড়ছেননা এবং নতুন লিজ গ্রহিতা এ এম এম সালাউদ্দীন শাওনের প্রকল্প সচলের কাজে বিঘœতা সৃষ্টি করছেন বলে সোমবার (২১ জুলাই) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে লিখিত বক্তব্যে তুলে ধরেন। লিখিত বক্তব্যে আরও বলেন কতিপয় ব্যক্তিকে সামনেরেখে লিজ গ্রহিতা এ এম এম সালাউদ্দিন শাওনের জমিতে যাওয়ারক্ষেত্রে বাঁধার সৃষ্টি করছেন সাইদুর রহমান।

 

জমির মালিকরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন যাতে অতি দ্রুত জমি ফিরে পেতে পারেন এবং নতুন লিজ গ্রহিতাকে জমি লিজ দিতে পারেন সে ব্যাপারে সুদৃষ্টি কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জমির মালিক শ্রী গেীরপদ ব্যাপারী, মোঃ জিয়াউর রহমান, মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য যে, গত ১৫ জুলাই শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জমির মালিকরা জমি ফিরে পেতে মানববন্ধন ও সমাবেশ করেন।

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: শাকিব খানের শোক

ডোপ টেস্ট নিয়ে ভোগান্তি সীমিত পরীক্ষা ঢাকায়

শাকিব খান : ছবি-সংগৃহীত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত একজনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে ৪ জনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরেই উত্তরার মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার পরপরই উত্তরা, টঙ্গী ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট উদ্ধারকাজে অংশ নিয়েছে।

দুর্ঘটনাস্থলের ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেশব্যাপী জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। মর্মান্তিক এই ঘটনার প্রভাব পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও।

দেশের শীর্ষ চলচ্চিত্র অভিনেতা শাকিব খান এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত আরোগ্য দান করেন এবং শোকাহত পরিবারগুলোকে এই দুঃসময় কাটিয়ে ওঠার শক্তি দেন।’

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা এখনও চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম।

উত্তরায় বিমান বিধ্বস্তে নি’হতদের স্মরণে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ডোপ টেস্ট নিয়ে ভোগান্তি সীমিত পরীক্ষা ঢাকায়

রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

সোমবার (২১ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়াও নিহত ও আহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

×