শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল

মির্জা ফখরুল : ছবি-সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা জাতির কলঙ্ক এবং তাকে কোনো দিন ক্ষমা করা যাবে না। তিনি বলেন, ‘‘শেখ হাসিনাকে ক্ষমা করার প্রশ্নই আসে না।’’
রবিবার (২০ জুলাই) রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘একজন শহীদের মা কাঁদতে কাঁদতে বলছিলেন, যে ছেলেকে দেখে তিনি ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, সেই ছেলেটিকে গুলি করে হত্যা করা হয়েছে। লাশ ভ্যানে তোলা হয়েছে, বাঁচা-মরা না দেখে আরও ছয়-সাতটি লাশের সঙ্গে পুড়িয়ে ফেলা হয়েছে। এটি কতটা ভয়াবহ!’’
তিনি আরও বলেন, ‘‘একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে আজ আমাদের এমন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য, অথচ আজ রাষ্ট্রের প্রশাসনই আমাদের সন্তানদের হত্যা করছে। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত পুলিশ-প্রশাসন এখন নাগরিকদের বিরুদ্ধে অস্ত্র ধরছে।’’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘‘এটি নির্মম, নৃশংস ও অমানবিক। আর এজন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। এই অন্যায়ের বিচার একদিন হবেই।’’