৩৫ মিলিয়নে স্থায়ী হওয়ার শর্তে রাশফোর্ড বার্সেলোনায়

মার্কাস রাশফোর্ড : ছবি-সংগৃহীত
কয়েক সপ্তাহের আলোচনা আর গুঞ্জনের পর অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মার্কাস রাশফোর্ডকে দলে নিতে যাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ইংলিশ এই ফরোয়ার্ডের সঙ্গে মৌসুমব্যাপী ধারের চুক্তি প্রায় চূড়ান্ত করেছে কাতালান ক্লাবটি।
রাশফোর্ড আগামী মৌসুম বার্সেলোনায় ধারে খেললেও বার্সার হাতে থাকবে স্থায়ী চুক্তির সুযোগ। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, বার্সেলোনা চাইলে আগামী গ্রীষ্মে মাত্র ৩৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রাশফোর্ডকে স্থায়ীভাবে দলে নিতে পারবে।
রোববার বা সোমবার বার্সেলোনায় মেডিক্যাল সম্পন্ন করবেন ২৭ বছর বয়সী রাশফোর্ড। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার নতুন খেলোয়াড় হিসেবে উপস্থাপন করা হবে।
এই চুক্তির অধীনে পুরো মৌসুমে রাশফোর্ডের বেতন বহন করবে বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেড কোনো বেতন দেবে না। তবে রাশফোর্ড নিজেই নিজের বেতন ৩০% কমিয়ে আনায় এই চুক্তি সহজ হয়েছে। ইউনাইটেডে তার বাৎসরিক বেতন ছিল প্রায় ১৮ মিলিয়ন ইউরো, বার্সায় সেটা কমে হবে প্রায় ১০ মিলিয়ন ইউরো।
প্রথমে বার্সেলোনার মূল লক্ষ্য ছিল লিভারপুল তারকা লুইস দিয়াজ। কিন্তু লিভারপুলের দাবি করা বিশাল অঙ্কের ট্রান্সফার ফি থেকে সরে এসে দ্রুত রাশফোর্ডকে নিয়ে আলোচনা চূড়ান্ত করে বার্সা।
লা লিগার নতুন মৌসুম শুরুর আগে রাশফোর্ডকে দ্রুত নিবন্ধন করতে চায় বার্সেলোনা। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে শিগগিরই কাতালান ক্লাবের জার্সিতে মাঠে দেখা যাবে ইংলিশ এই ফরোয়ার্ডকে।