ভিয়েতনামে আকস্মিক বজ্রঝড়ে ক্রুজ জাহাজ ডুবে ৩৮ জনের মৃ’ত্যু

ভিয়েতনামের উত্তরাঞ্চলে আকস্মিক বজ্রঝড়ে একটি পর্যটকবাহী ক্রুজ জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে উত্তর ভিয়েতনামের কোয়াং নিন প্রদেশের বিখ্যাত হা লং উপসাগরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর সিজিটিএনের।
প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী ক্রুজ জাহাজটি অল্প সময়ের মধ্যেই পুরোপুরি ডুবে যায়। জাহাজটিতে মোট ৪৮ জন পর্যটক ও ৫ জন ক্রু সদস্য ছিলেন। নিহতদের মধ্যে নারী ও শিশু পর্যটকও রয়েছেন।
জানা গেছে, যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে হা লং বে’তে বেড়াতে গিয়েছিলেন। হা লং উপসাগর UNESCO ঘোষিত বিশ্ব ঐতিহ্য এলাকা হওয়ায় পর্যটকদের ভিড় থাকে বছরজুড়ে।
উদ্ধার অভিযান এখনো চলছে। স্থানীয় প্রশাসন, নৌবাহিনী ও উদ্ধারকর্মীরা যৌথভাবে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।