আজ শুরু বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
দীর্ঘ ৯ বছর ধরে পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে জয়শূন্য বাংলাদেশ। সর্বশেষ ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল টাইগাররা। এরপর ২০২১ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজেও হারতে হয় লিটন কুমার দাসদের।
গত মে মাসে পাকিস্তান সফরে গিয়েও বাংলাদেশ হেরেছিল সিরিজ। তবে এবার ঘরের মাঠে দীর্ঘ দিনের এই জয়ের খরা কাটাতে চায় লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
অন্যদিকে, পাকিস্তানও চায় তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে। এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি হওয়া ২২টি টি-টোয়েন্টির মধ্যে ১৯টিতেই জয় পেয়েছে পাকিস্তান।
মিরপুরের হোম গ্রাউন্ডে সমর্থকদের উচ্ছ্বাস ও চাপে নতুন ইতিহাস গড়তে চায় বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় এবং সরাসরি সম্প্রচার করবে দেশের একাধিক টিভি চ্যানেল ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম।