সাবেক মন্ত্রী-এমপি-পুলিশ কর্মকর্তাসহ ৩৯ আসামি ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ৭ মামলায় সাবেক মন্ত্রী, এমপি ও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাসহ একযোগে ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় পৃথক প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক মন্ত্রী আনিসুল হকসহ ১৪ জন, কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসি পরিচালক জিয়াউল আহসানসহ আরও ১৪ জন, কাশিমপুর কারাগার থেকে দীপু মনি ও তার সহযোগীসহ ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আসামিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি বদি ও বেশ কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তা। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, তদন্ত এখনো শেষ হয়নি। তাই সব মামলায় সময়ের আবেদন করা হবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়।