নির্বাচন নির্ধারিত তারিখেই অনিশ্চয়তা নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নির্বাচন নিয়ে দেশে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, “আপনারা নিশ্চিন্ত থাকুন, প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে—এক দিনও পেছানো হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই
প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, “নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন হবে আরও ভালো ও গ্রহণযোগ্য। বর্ষার পর দেশের প্রতিটি জেলায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে।”
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি নিয়ে তিনি বলেন, “এ বিষয়ে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন আলোচনা করছে। বিশ্বের অনেক দেশে এ ধরনের সিদ্ধান্তে সময় লাগে, তবে আমরা দ্রুত সমাধান চাই।”
গোপালগঞ্জের সহিংসতা ও আইনশৃঙ্খলা প্রসঙ্গ
সম্প্রতি দেশের আলোচিত সহিংসতা ও অপরাধ নিয়ে তিনি বলেন, “দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে। ধর্ষণের মতো ঘটনার দ্রুত বিচার শেষ করা হয়েছে। গোপালগঞ্জের ঘটনা নিয়েও দক্ষতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।”
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো নিয়মিত আলোচনা করছে। শিগগিরই এ বিষয়ে ফলাফল আসবে।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই আন্তর্জাতিক অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর এবং সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ প্রমুখ।