এক ম্যাচে মুখোমুখি হতে পারেন মেসি ও লামিন ইয়ামাল

ফুটবল ভক্তদের জন্য বিরল এক মুহূর্তের অপেক্ষা! সবকিছু ঠিক থাকলে এক ম্যাচেই দেখা যাবে দুই প্রজন্মের দুই তারকা— আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি ও বার্সেলোনার উদীয়মান প্রতিভা লামিন ইয়ামালকে একসঙ্গে মাঠে। এমনই তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস।
আসছে বছর মার্চের ২৬ থেকে ৩১ তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে পারে ফিনালিসিমার দ্বিতীয় আসর। রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইতোমধ্যেই ম্যাচ আয়োজনের বিষয়ে একমত হয়েছে। তবে স্পেনের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে, ২০২৬ বিশ্বকাপের প্লে-অফ নিশ্চিত হলেই তারা ফিনালিসিমায় অংশ নেবে।
২০২২ সালের প্রথম ফিনালিসিমায় মেসির নেতৃত্বে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই স্মৃতি এখনো সমর্থকদের মনে তাজা। আর সম্ভাব্য প্রতিপক্ষ যদি হয় স্পেন, তাহলে মেসি-ইয়ামালের দ্বৈরথ নিঃসন্দেহে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় হয়ে থাকবে।
মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার ‘নতুন মেসি’ নামে পরিচিতি পেয়েছেন ইয়ামাল। ক্লাবটির সর্বকালের সেরা ফুটবলার মেসির ছায়ায় বেড়ে ওঠা এই তরুণ শিগগিরই বার্সার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পরতে যাচ্ছেন। ফলে এক মাঠে দুই ‘মেসি’ দেখার সম্ভাবনা উজ্জ্বল করছে কোটি ফুটবলপ্রেমীর স্বপ্ন।
আন্তর্জাতিক ফুটবলের উত্তেজনা ও প্রজন্মান্তরের এই প্রতিদ্বন্দ্বিতা নতুন করে আলোচনায় এনেছে ২০২৬ বিশ্বকাপকেও। এখন দেখার বিষয়—সব শর্ত মিলে গেলে সত্যিই কি মাঠে একসঙ্গে দেখা যাবে দুই যুগের দুই তারকাকে?