‘আওয়ামী লীগের তাওবার সুযোগ নেই: নারায়ণগঞ্জে এনসিপি’র হুঁশিয়ারি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতি পুনর্গঠিত হবে আওয়ামী লীগ ছাড়া। আমরা বাংলাদেশ উইথআউট আওয়ামী লীগ গঠন করা শুরু করেছি।’
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জুলাই মাসের পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘স্বাভাবিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের পতন হয়নি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের পুনর্বাসন সম্ভব নয়। আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে, সুতরাং গোপালগঞ্জের ঘটনার পর তাদের আর তাওবার সুযোগ নেই। মনে রাখবেন, কেয়ামতের পর তাওবা কোনো কাজে লাগে না।’
তিনি আরও বলেন, ‘যারা গোপালগঞ্জে আমাদের ওপর হামলার পক্ষে কথা বলছেন, তারা আওয়ামী লীগের ডেড লিস্টে নেই, কিন্তু আমরা আছি। আওয়ামী লীগ পুনর্বাসন হলে আমাদের জন্য মৃত্যু পরোয়ানা নিয়ে আসবে। সুতরাং আমরা আর কোনো সুশীলতা দেখাব না।’
হাসনাত আবদুল্লাহর দাবি, ‘সেই মুহূর্ত থেকে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও উন্নয়ন হবে আওয়ামী লীগ ছাড়া। এ জন্যই আমরা বাংলাদেশ উইথআউট আওয়ামী লীগ গঠন করছি।’
এসময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং কেন্দ্রীয় নেতারা।