সোহরাওয়ার্দী উদ্যানে একক জাতীয় সমাবেশে ইতিহাস গড়ল জামায়াতে ইসলামী

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) জাতীয় সমাবেশের মাধ্যমে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো নেতাকর্মীর ঢলে ভরে গেছে সমাবেশস্থল ও আশপাশের এলাকা।
সোহরাওয়ার্দী উদ্যান বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলেও এর আগে এককভাবে জামায়াতে ইসলামী কখনও জাতীয় সমাবেশ আয়োজন করেনি। তাই দলটির নেতাকর্মীদের দাবি, এই আয়োজন দলের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে ‘জাতীয় সমাবেশ’। দলটির ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এই সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীরা জানিয়েছেন, এটি স্মরণকালের অন্যতম বৃহৎ জনসমাবেশ হতে যাচ্ছে।
সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা থেকেই উদ্যানে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন। শনিবার ভোর থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকাগুলোতে দেখা গেছে বিশাল মিছিল। মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, কাকরাইল ও মৎস্য ভবন এলাকায় দলীয় পতাকা ও দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার হাতে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন।
অনেকের গায়ে সাদা গেঞ্জি, তাতে লেখা— ‘তারুণ্যের প্রথম ভোট, জামায়াতের পক্ষে হোক’ এবং ‘দাঁড়িপাল্লায় ভোট দিন।’
দলটির শীর্ষ নেতারা বলছেন, সাত দফা দাবির পক্ষে এ সমাবেশ সরকারের প্রতি স্পষ্ট বার্তা হয়ে থাকবে।