এনসিপির নীতি নিয়ে নীলা ইসরাফিলের প্রশ্ন সরোয়ার তুষারকে ঘিরে ক্ষোভ প্রকাশ

নীলা ইসরাফিল : ছবি-সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নীতি-নৈতিকতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। সরোয়ার তুষারের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পরও তাকে দলে রাখা হচ্ছে অথচ নীলাকে কেন দলীয় পদযাত্রায় অংশ নিতে দেওয়া হচ্ছে না—তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শনিবার ভোরে নিজের ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল লেখেন, “আমি কি এনসিপিকে খেয়ে ফেলব? আমি কি এনসিপিকে ভেঙে ফেলব? আমি কি এনসিপিকে লেংটা করার জন্য নিযুক্ত? নাকি এই কথাগুলো বলা হচ্ছে কারণ আমি প্রশ্ন করতে শিখেছি?”
তিনি বলেন, “আমি সেই মানুষ, যে জন্মলগ্ন থেকে এনসিপির হয়ে মানুষের কথা বলেছি, রাস্তায় দাঁড়িয়েছি, মঞ্চে বক্তৃতা করেছি। অন্যায়ের প্রতিবাদ করেছি একা থেকে, ভয় পাইনি কখনও। অথচ আজ সরোয়ার তুষারের বিরুদ্ধে নির্যাতন, মিথ্যাচার, দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও সে দিব্যি দলে রাজনীতি করছে। আর আমাকে পদযাত্রা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”
নীলা অভিযোগ করেন, “যারা বলছেন নীলা এনসিপিকে খেয়ে ফেলবে, তারা জানে না কতটা শ্রম, রক্ত আর ঘাম ঢেলেছি আমি এই দলে। কোনোদিন নিজের স্বার্থে দলকে ব্যবহার করিনি। সত্য বললেই যদি দল কেঁপে ওঠে, তাহলে সমস্যা সত্যতে নয়, সমস্যা দলের ভিতরে।”
প্রসঙ্গত, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে নীলা ইসরাফিল দলীয় কারণ দর্শানোর নোটিশের মুখে পড়েছেন।