সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী’র জাতীয় সমাবেশ আজ

আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ সফল করতে ইতোমধ্যেই দেশজুড়ে দলটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই শাহবাগ, কাকরাইল, মৎসভবন, টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, ছোট ছোট গ্রুপে করে তারা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। অনেকের হাতে দাঁড়িপাল্লা প্রতীক দেখা গেছে।
সমাবেশে অংশ নিতে আসা বেশিরভাগ নেতাকর্মী পাঞ্জাবি ও সাদা গেঞ্জি পরেছেন। গেঞ্জিতে লেখা রয়েছে— ‘তারুণ্যের প্রথম ভোট, চাঁদাবাজের বিপক্ষে হোক’ এবং ‘দাঁড়িপাল্লা ভোট দিন’।
জানা গেছে, নেতাকর্মীদের আনতে তিনটি বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব ট্রেন রাজশাহী, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ থেকে একবার করে ঢাকায় আসবে এবং সমাবেশ শেষে পুনরায় গন্তব্যে ফিরে যাবে।
আজ সকাল ১০টা থেকে কুরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। মূল সমাবেশ শুরু হবে দুপুর ২টায়।