‘চাঁদাবাজদের কাছে আর বর্গা নয় নারায়ণগঞ্জে নাহিদ ইসলামের হুঁশিয়ারি

নাহিদ ইসলাম : ছবি-সংগৃহীত
দেশে নতুন করে আর কোনও চাঁদাবাজদের কাছে বর্গা (শাসনাধিকার) দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে এনসিপির জুলাই মাসের পদযাত্রায় তিনি এই ঘোষণা দেন। পদযাত্রায় নেতাকর্মীদের উজ্জীবিত করে নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের যে কথা বলেছিলাম, সেই লড়াই এখনো শেষ হয়নি।’
এর আগে মুন্সীগঞ্জে এক পথসভায় হামলার প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দেন, হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে নারায়ণগঞ্জের একই পদযাত্রায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পর দলটিকে আর ক্ষমা করার সুযোগ নেই।’
দলীয় সূত্রে জানা গেছে, আগামী শনিবার কক্সবাজার ও বান্দরবানে আরও দুটি পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি।