সারাদেশে যৌথবাহিনীর অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৩২৮, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও মাদক

দেশজুড়ে চলমান নিরাপত্তা অভিযানে গত এক সপ্তাহে ৩২৮ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। চোরাকারবারি থেকে কিশোর গ্যাং—কারও রেহাই নেই এ সাঁড়াশি অভিযানে। উদ্ধার করা হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, মাদক ও চোরাই মালামাল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থার সমন্বয়ে সারা দেশে একাধিক অভিযান চালানো হয়।
এ সময় গ্রেপ্তার হওয়া ৩২৮ জনের মধ্যে রয়েছে চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য, ভূমিদস্যু ও অস্ত্রধারী অপরাধী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮টি আগ্নেয়াস্ত্র, ৪৯ রাউন্ড গুলি, ১৬টি ককটেল বোমা, বিপুল পরিমাণ মাদক, মোবাইলফোন ও নগদ অর্থ।
আইএসপিআর জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও, জননিরাপত্তা ও শিল্পাঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করছে।
সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে, কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে যেন নিকটস্থ সেনাক্যাম্পে দ্রুত তথ্য জানান।