গোপালগঞ্জে হা’মলার প্রতিবাদে ঢাকায় এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি

গোপালগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা মহানগরের সব থানায় একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব বুধবার রাতে এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন। এর আগে ঢাকায় আয়োজিত এনসিপির মশাল মিছিল থেকে আকরাম হোসাইন এই কর্মসূচির ডাক দেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে সরকার ও প্রশাসনকে স্পষ্ট বার্তা দেওয়া হবে— গোপালগঞ্জের ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এর আগে বুধবার দিনভর গোপালগঞ্জে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার পর ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এনসিপি নেতারা বলেছেন, জনগণের অধিকার আদায়ে দলটি রাজপথে থাকবে এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে দাবি তুলে ধরবে।