মালয়েশিয়ায় অভিযান: জোহর প্রদেশে বাংলাদেশিসহ আ’টক ৩৫

মালয়েশিয়ার জোহর প্রদেশে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করা বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
মঙ্গলবার (১৫ জুলাই) দিনভর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান ও ভারতের মোট ৩৫ জন অভিবাসীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। বৈধ পাস বা পারমিট ছাড়া বিদেশি শ্রমিক থাকার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক অভিবাসীদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বারবার দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে আসছে।