‘ধুরন্ধর’ সিনেমার লুকে পাকিস্তানের পতাকা! বিতর্কে রণবীর সিং

রণবীর সিং : ছবি-সংগৃহীত
‘ধুরন্ধর’ সিনেমার শুটিং নিয়ে নতুন বিতর্কে বলিউড অভিনেতা রণবীর সিং। সম্প্রতি নিজের জন্মদিনে সিনেমার অফিসিয়াল লুক প্রকাশ্যে আনেন তিনি। এর পরপরই ফাঁস হয় সেটের কিছু নেপথ্য দৃশ্য, যেখানে উড়তে দেখা গেছে পাকিস্তানের পতাকা! আর এতেই শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মুম্বাইয়ের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘ধুরন্ধর’-এর শুটিং সেটে পাকিস্তানের পতাকা দেখা যাওয়ায় ক্ষুব্ধ নেটিজেনরা রণবীরকে কটাক্ষ করছেন। অনেকে তাকে ‘নির্লজ্জ’ বলেও আক্রমণ করেছেন কমেন্টে।
তবে এ নিয়ে রণবীর সিং বা সিনেমার নির্মাতারা এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। ধারণা করা হচ্ছে, সিনেমার গল্পের প্রয়োজনে পাকিস্তানের পতাকা ব্যবহার করা হয়েছে। ‘ধুরন্ধর’ বাস্তব ঘটনাভিত্তিক একটি থ্রিলার সিনেমা।
গুঞ্জন আছে, সিনেমায় রণবীর সিং অভিনয় করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের অনুপ্রেরণায় নির্মিত এক গোপন চরিত্রে। গল্পের পটভূমি গড়ে উঠেছে পাকিস্তানে ভারতীয় গুপ্তচরদের একটি দুঃসাহসিক মিশনকে ঘিরে।
সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। কিছুদিন আগেই পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করায় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের সিনেমা ‘সর্দারজি ৩’ ভারতে মুক্তি পায়নি। এবার সেই বিতর্ক পেরিয়ে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমাও নতুন করে সমালোচনার মুখে পড়েছে।