ইনজুরি কাটিয়ে ফিরেই ফ্ল্যামেঙ্গোকে হারালেন নেইমার

নেইমার জুনিয়র : ছবি-সংগৃহীত
দীর্ঘ ইনজুরির বিরতি কাটিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র ফিরেই ফিরিয়ে দিলেন সান্তোসকে জয়। ব্রাজিলের সেরি আ লিগে বুধবার রাতে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে নেইমারের শেষ মুহূর্তের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে সান্তোস।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৮৪তম মিনিটে গিলহারমের পাস থেকে নিখুঁত টার্ন নিয়ে বল জালে পাঠান সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড নেইমার। ইনজুরি থেকে ফেরার পর এটি তার তৃতীয়বারের মতো শুরুর একাদশে খেলা।
ম্যাচ শেষে নেইমার বলেন, “আমি চাই প্রতিটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলতে। শরীরের ফিটনেস পুরোপুরি ফিরে পেতে আরও খেলা ও অনুশীলন দরকার।”
গত অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে গিয়ে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। সেই চোটের কারণে দীর্ঘ এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান মহাতারকা।
ফিরেই দলের জন্য গুরুত্বপূর্ণ গোল করা নেইমার বলেন, “আমার শরীর এখনও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। এই ইনজুরি সামলানো সহজ নয়। তবে আমি খুশি যে আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই অবদান রাখতে পারছি। এখনও শতভাগ ফিট নই, তবে প্রতিনিয়ত উন্নতি করছি।”
এই জয়ে ১৩ ম্যাচ শেষে সান্তোসের পয়েন্ট দাঁড়ালো ১৪। ফলে লিগ টেবিলের ১৩তম স্থানে উঠে এসেছে দলটি। অন্যদিকে সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্ল্যামেঙ্গো।
ফ্ল্যামেঙ্গো প্রসঙ্গে নেইমার বলেন, “এই লিগের সেরা দল ফ্ল্যামেঙ্গো। তাদের রক্ষণ ও আক্রমণ দুটোই দুর্দান্ত। তবে আজ আমরা দেখিয়েছি যে টেবিলে আমাদের অবস্থান যতই নিচে হোক, আমরা তার চেয়ে ভালো দল।”