আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম : ছবি-সংগৃহীত
ছাত্রলীগের হামলার পর আবারও গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, “আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের পতাকা উড়বে।”
নাহিদ ইসলাম লিখেছেন, গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে। তিনি বলেন, গোপালগঞ্জের জনগণকে যুগের পর যুগ আওয়ামী লীগের ফ্যাসিবাদ ও রাজনৈতিক সন্ত্রাসের মধ্যে আটকে রাখা হয়েছে। “আমরা গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস থেকে মুক্ত করব,” যোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচি থাকলেও পরিকল্পিতভাবে এনসিপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়। তিনি বলেন, “আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল পথসভা ও পদযাত্রা।”
ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন দাবি করে তিনি বলেন, হামলার পর প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সহায়তায় তারা গোপালগঞ্জ ত্যাগ করেছেন। পথে আবারও হামলার শিকার হন নেতাকর্মীরা।
চারজনের মৃত্যুর খবরের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না। সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়ায় শাস্তির আওতায় আনতে হবে।”
নাহিদ ইসলাম দাবি করেন, গোপালগঞ্জের শহীদ বাবু মোল্লা, শহীদ রথীন বিশ্বাসের রক্ত বৃথা যেতে দেবেন না। তিনি বলেন, “আমরা মুজিববাদকে গোপালগঞ্জের মাটি থেকে উচ্ছেদ করব। শহীদদের রক্তের শপথ নিয়ে আবারও গোপালগঞ্জে যাব। ফরিদপুরের পদযাত্রায় দেখা হবে।”