শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে স্পিনার শেখ মেহেদী হাসান আর ওপেনার তানজিদ হাসানের দুর্দান্ত নৈপুণ্যে ৮ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা।
বল হাতে বাংলাদেশের জয়ে নেতৃত্ব দেন শেখ মেহেদী। মাত্র ১১ রান খরচায় ৪ ওভারে ৪ উইকেট নিয়ে গড়েছেন নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। ব্যাট হাতে জয়ের ভিত গড়েন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংসে ছয়টি বিশাল ছক্কা হাঁকান এই তরুণ ওপেনার।
বুধবার (১৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শুরুতেই কুশল মেন্ডিসকে ফিরিয়ে লঙ্কান শিবিরে আঘাত হানেন শরিফুল ইসলাম। এরপর শেখ মেহেদীর স্পিন তোপে একে একে সাজঘরে ফেরেন পেরেরা, চান্দিমাল, আসালাঙ্কা ও নিশাঙ্কা। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩২ রান করতে সক্ষম হয়, শানাকার ২৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসে।
জবাবে সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারালেও ভাঙেনি টাইগারদের মনোবল। লিটন দাসের ২৬ বলে ৩২ ও তানজিদ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। তামিম ৪৭ বলে ৭৩* রানে অপরাজিত থাকেন, তাকে সঙ্গ দেন হৃদয় (২৫ বলে ২৭)।
ম্যাচসেরা হন শেখ মেহেদী হাসান। আর সিরিজসেরা টাইগার অধিনায়ক লিটন দাস, যিনি ব্যাট হাতে ১১৪ রান করেন তিন ম্যাচে।
এ জয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে ইতিহাস গড়লো টাইগাররা। আগামী ২০ জুলাই মিরপুরে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।