দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ঊর্ধ্বমুখী হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক শূন্য দুই বিলিয়ন মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বিপিএম-৬ (BPM6) পদ্ধতিতে নিট রিজার্ভের পরিমাণ ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।
বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ১৬ জুলাই পর্যন্ত দেশে মোট গ্রস রিজার্ভের পরিমাণ ৩০,০২৬.৬২ মিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে, IMF এর হিসাব অনুযায়ী BPM6 পদ্ধতিতে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪,৯৯৫.৪৫ মিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে, গত মে-জুন মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (ACU) ২০১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে রিজার্ভ কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে তা পুনরায় বাড়তে শুরু করেছে।
গত ৭ জুলাই নিট রিজার্ভের পরিমাণ ছিল ২৪.৪৫ বিলিয়ন ডলার এবং মোট রিজার্ভ ছিল ২৯.৫২ বিলিয়ন ডলার। এরপরে ২ জুলাই নিট রিজার্ভ দাঁড়ায় ২৬.৬৮ বিলিয়ন ডলার এবং মোট রিজার্ভ ছিল ৩১.৭১ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে নিট রিজার্ভের পরিমাণ হিসাব করা হয়, যা BPM6 পদ্ধতিতে নির্ধারিত।