জুলাই সনদ তৈরিতে ধীরগতি: ৫ আগস্টের আগেই চূড়ান্ত করার আহ্বান সালাহউদ্দিন আহমেদের

সালাহউদ্দিন আহমেদ : ছবি-সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, জুলাই সনদ তৈরির কাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। তিনি বলেছেন, ‘‘আমরা সংস্কার কমিশনকে বলেছিলাম, আগস্টের ৫ তারিখের মধ্যে সনদটি প্রণয়ন করতে। কিন্তু প্রক্রিয়া এখনও গতি পায়নি।’’
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘গণ-অভ্যুত্থানের বাঁকবদলের দিন’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
সালাহউদ্দিন বলেন, ‘‘জুলাই ঘোষণাপত্রের খসড়া আমরা পাঁচ মাস আগে কমিশনে জমা দিয়েছি। ৯ জুলাই একটি সংশোধিত সংস্করণ চাওয়া হয়েছিল, সেটিও আমি নিজ হাতে দিয়েছি। এই ঘোষণাপত্র সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত হবে এবং ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকারের বৈধতাও তাতে থাকবে।’’
তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়ে বলেন, ‘‘আওয়ামী লীগের নামে আর কোনো রাজনীতি চলবে না। তাদের নেতাকর্মী, এমপি, মন্ত্রী, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের আইনের আওতায় আনা হবে। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সবার বিচার নিশ্চিত করতে হবে।’’
তবে প্রতিশোধের রাজনীতি এড়িয়ে জাতীয় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার কথা জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘‘যদি আমরা হাজারে হাজারে বিচার করি, তাহলে জাতি বিভক্তি ও প্রতিশোধের আবহে আবদ্ধ থাকবে। এজন্য ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিল গঠন করে শান্তির পথ খুঁজতে হবে—যেমন দক্ষিণ আফ্রিকাসহ অনেক দেশে হয়েছে। তবে গুম-খুনের সঙ্গে সরাসরি জড়িতদের ক্ষমা করা হবে না।’’
আন্দোলনের ইতিহাস বিকৃত করার চেষ্টা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘‘একদিনে জুলাই আসেনি। ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় রক্তের সিঁড়ি বেয়ে এসেছে এই অভ্যুত্থান। গণতান্ত্রিক আন্দোলনকে যারা কলঙ্কিত করছে, তারা কি আবার ফ্যাসিবাদের প্রত্যাবর্তন দেখতে চায়?’’