নির্বাচনের নির্দিষ্ট তারিখ জানি না সব প্রস্তুতি সম্পন্ন সিইসি : নাসির উদ্দিন

নাসির উদ্দিন : ছবি-সংগৃহীত
বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে, তা এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে তিনি আশ্বস্ত করেছেন, নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সিইসি বলেন, ‘সুনির্দিষ্ট তারিখ এখনও আমাদের কাছে নেই। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে কোনো সময় নির্বাচন হতে পারে। সেই অনুযায়ী ডিসেম্বরকেই প্রথমে টার্গেট করে আমরা শুরু থেকেই প্রস্তুতি নিয়েছি।’
নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন সিইসি। তিনি বলেন, ‘মব ভায়োলেন্স বা দলবদ্ধ বিশৃঙ্খলা অবশ্যই চ্যালেঞ্জ, তবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। নির্বাচনকালে আইন-শৃঙ্খলা বাহিনী, আর্মি ও বিজিবি—সবাই মাঠে থাকবে।’
তিনি আরও জানান, নির্বাচন কমিশন সরকারের কাছ থেকে কোনো সরাসরি নির্দেশনা পায়নি। ‘আমরা পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছি,’— বলেন সিইসি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, এনসিপিকে প্রতীক না দেওয়া, এমন নানা প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘রাজনীতিকদের নানা বক্তব্য আসে, তবে নির্বাচন কমিশন রাজনৈতিক বক্তব্যে গাইডেড নয়।’
সাক্ষাৎকারে তিনি জানান, প্রধানমন্ত্রী উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সাম্প্রতিক সৌজন্য সাক্ষাতে নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি নিয়েই মূলত আলোচনা হয়েছে।