বিদেশি সন্দেহভাজনদের আগমন বেড়েছে সরকারের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ: মির্জা আব্বাস

মির্জা আব্বাস: ছবি-সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে এবং এর পেছনে সরকারের উদ্দেশ্য স্পষ্ট নয়। তিনি বলেন, ‘বিভিন্ন মিশন খোলা হচ্ছে, সব অপকর্ম সরকার ইচ্ছাকৃতভাবে করছে। সরকার দেশের স্বার্থ নয়, কারো এজেন্ডা বাস্তবায়ন করছে।’
শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।
আব্বাস অভিযোগ করেন, প্রশাসনে বিএনপি ঘরানার লোকদের সরিয়ে আওয়ামী লীগ ও জামায়াতপন্থীদের বসানো হচ্ছে। তিনি বলেন, ‘অনেক উপদেষ্টা দেশের নাগরিকও নন। মনে হচ্ছে, দেশে ঔপনিবেশিক শাসন চলছে।’
মানবিক করিডর ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো করিডর দেওয়ার অধিকার সরকারের নেই। সেন্ট মার্টিন, সাজেক নিয়ে এনসিপি বা জামায়াত কেউ কথা বলছে না।’
এ সময় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাত্রা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। তার দাবি, আওয়ামী লীগ নেতাদের বিদেশ যাত্রা আড়াল করতেই দেশে সাজানো নাটক চলছে।
তিনি আরও বলেন, ‘বিএনপি ছাড়া আর কেউ এসব বিষয়ে কথা বলছে না। বিএনপিকে শেষ করতে পারলে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে দেশ লুটে খাবে।’