জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য এখনও খোলা বিসিবির দরজা

সাকিব আল হাসান : ছবি-সংগৃহীত
ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে যখন ব্যাটে-বলে ধুঁকছিল বাংলাদেশ দল, তখন গ্লোবাল সুপার লিগে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় দুবাই ক্যাপিটালসের হয়ে ঝড় তুলেছেন সাকিব আল হাসান। ঝোড়ো ব্যাটিংয়ে অপরাজিত ফিফটির সঙ্গে বল হাতে শিকার করেছেন ৪ উইকেট, হয়েছেন ম্যাচসেরা।
জাতীয় দলে এই সংকটে তাকে ফিরিয়ে আনা হবে কি না—এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান।
শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব, এখানে কোনো দ্বিতীয় পছন্দ নেই। তার জন্য দরজা সবসময় খোলা।’
তবে রাজনৈতিক পরিস্থিতি ও মামলার কারণে সাকিবের দেশে ফেরা নিয়ে জটিলতা রয়েছে উল্লেখ করে তিনি জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগ, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের দায়িত্ব দিয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।