| ১৩ জুলাই ২০২৫
শিরোনাম:

সংলাপে প্রধান বিচারপতি নিয়োগতত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা নিয়ে আলোচনা আজ

সংলাপে প্রধান বিচারপতি নিয়োগতত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা নিয়ে আলোচনা আজ

প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা জারির মতো তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে বসছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংস্কার বিষয়ক দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের বৈঠক শুরু হবে।

এতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দল অংশ নেবে।

দিবসের আলোচনার শুরুতে প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। এরপর তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা জারির বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে কমিশন। বৈঠকের সূচনা বক্তব্য দেবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়াল সরকার

সংলাপে প্রধান বিচারপতি নিয়োগতত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা নিয়ে আলোচনা আজ

সেনাবাহিনীসহ দেশের সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগের মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৩ জুলাই) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার ঊর্ধ্বতন সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তা, যাঁরা কোস্টগার্ড বা বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে নিয়োজিত আছেন, তাঁরাও এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১২(১) ও ১৭ ধারার আওতায় এ ক্ষমতা ১৪ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৬০ দিন কার্যকর থাকবে। সারাদেশে তাঁরা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

কোন কোন ধরণের অপরাধের ক্ষেত্রে এই ক্ষমতা প্রযোজ্য হবে তাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ফৌজদারী কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নেওয়া যাবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। এরপর থেকে দুই মাস করে এর মেয়াদ নিয়মিতভাবে বাড়ানো হচ্ছে।

ইরানের হা’ম’লায় ক্ষতিগ্রস্ত কাতারের মার্কিন ঘাঁটির স্যাটেলাইট ছবি প্রকাশ্যে

সংলাপে প্রধান বিচারপতি নিয়োগতত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা নিয়ে আলোচনা আজ

প্রায় এক মাস পর প্রকাশ্যে এলো ইরানের হামলায় কাতারের ‘আল উদেইদ’ মার্কিন বিমানঘাঁটির ক্ষয়ক্ষতির চিত্র। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও স্যাটেলাইট বিশ্লেষণ প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাব পিবিসির ছবি থেকে দেখা গেছে, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাঁটির একটি অত্যাধুনিক জিওডেসিক ডোম।

বিশেষজ্ঞরা বলছেন, এই গম্বুজের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনারা নিরাপদে যোগাযোগ ব্যবস্থা পরিচালনা করতেন। এই হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ায় গোপন তথ্য আদান-প্রদানে প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত জুনে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের এই ঘাঁটিতে কমপক্ষে ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তখন পেন্টাগন দাবি করেছিল, হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে হামলার আগে ও পরে তুলনা করে স্পষ্টভাবে ক্ষতির প্রমাণ মিলেছে।

মার্কিন প্রশাসন এই ক্ষয়ক্ষতি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে বিভিন্ন সূত্র বলছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলার পরিকল্পনার বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি ‘আল উদেইদ’। কাতারের এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড—সেন্টকম-এর হেডকোয়ার্টার্স হিসেবে ব্যবহৃত হয়। ১৯৯৬ সালে স্থাপিত এই ঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা এবং সর্বোচ্চ ১০০টি যুদ্ধবিমান মোতায়েন থাকে। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও কাজ করেছে এটি।

মিটফোর্ডে সোহাগ হ’ত্যা: আরও ২ জন গ্রে’ফতার বিচারের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ঘোষণা

সংলাপে প্রধান বিচারপতি নিয়োগতত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা নিয়ে আলোচনা আজ

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় বিচার নিশ্চিত ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে কঠোর অবস্থান নিয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুর থেকে বিক্ষোভে নামা শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন— কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত হাসপাতাল শাটডাউন থাকবে।

গত বুধবার (৯ জুলাই) প্রকাশ্যে সন্ত্রাসীরা সোহাগকে নৃশংসভাবে কুপিয়ে ও ইট দিয়ে থেতলে হত্যা করে। ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। পরদিন নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। স্থানীয়রা প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

×