| ১২ জুলাই ২০২৫
শিরোনাম:

দিল্লিতে চারতলা ভবন ধস: ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে চলছে উদ্ধার অভিযান

দিল্লিতে চারতলা ভবন ধস: ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে চলছে উদ্ধার অভিযান

ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন মানুষের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১২ জুলাই) সকাল ৭টার কিছু পর এ দুর্ঘটনার খবর পাওয়া যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে।

স্থানীয় এক কর্মকর্তা বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘‘আমরা সকাল ৭টার দিকে ভবন ধসের খবর পাই। ইতিমধ্যেই দমকল বাহিনীর সাতটি দলসহ একাধিক টিম উদ্ধার কাজে অংশ নিয়েছে।’’ কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা এখনো জানা যায়নি।

এখন পর্যন্ত চারজনকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অন্তত তিনজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

মিটফোর্ড হ’ত্যা: টিটন গাজীকে ৫ দিনের রি’মান্ডে পাঠাল আদালত

দিল্লিতে চারতলা ভবন ধস: ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে চলছে উদ্ধার অভিযান

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার আসামি টিটন গাজীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীন সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে টিটন গাজীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এ নিয়ে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হলো।

গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় নিহতের বোন কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ব্যালন ডি’অরের দৌড়ে দেম্বেলেই এগিয়ে: গ্যারেথ বেল

দিল্লিতে চারতলা ভবন ধস: ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে চলছে উদ্ধার অভিযান

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি তারকা ওসমান দেম্বেলেকে চলতি মৌসুমের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ওয়েলস তারকা গ্যারেথ বেল।

এ মৌসুমে পিএসজি ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো জিতেছে ইউরোপ সেরার মুকুট—উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ফাইনালে মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ফরাসি ক্লাবটি। এর সঙ্গে লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ (কোপ দে ফ্রাঁস) ও ট্রফি দেস চ্যাম্পিয়নসও জিতেছে তারা।

এখন আর মাত্র একটি ধাপ বাকি—রবিবার চেলসির বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনাল। এই ম্যাচ জিতলেই মৌসুমের সম্ভাব্য সব ট্রফি জিতে ফেলবে লুইস এনরিকের দল।

মৌসুমজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা ২৮ বছর বয়সী উইঙ্গার দেম্বেলে এখন পর্যন্ত ৫৩ ম্যাচে করেছেন ৩৫ গোল, করিয়েছেন ১৬টি।

বেল বলেন, ‘হ্যাঁ, আমার মতে দেম্বেলেই এগিয়ে। শুধু ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দল কী জিতেছে সেটাও দেখতে হয়। চ্যাম্পিয়নস লিগ ও ঘরোয়া শিরোপা জিতেছে সে, সম্ভাব্য সব ট্রফি জিততে যাচ্ছে—এতকিছুর পর অন্য কাউকে এগিয়ে রাখা কঠিন।’

দেম্বেলের সঙ্গে ব্যালন ডি’অর দৌড়ে আছেন পিএসজি সতীর্থ ভিতিনিয়া, বার্সেলোনার লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও লিভারপুলের মোহাম্মদ সালাহ।

গাজায় ইসরায়েলি হা’মলায় ২৪ ঘণ্টায় নি’হত ৬১

দিল্লিতে চারতলা ভবন ধস: ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে চলছে উদ্ধার অভিযান

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নতুন করে আরও রক্ত ঝরেছে। শুক্রবার শুরু হওয়া এই হামলা শনিবার (১২ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৩১ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর থেকে দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার কেন্দ্রের নুসেইরাত শরণার্থী শিবির, দেইর আল-বালাহ, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকা এবং আরও কয়েকটি স্থানে বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।

বিশেষ করে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে চালানো হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে। দেইর আল-বালাহ এলাকায় দু’টি বিমান হামলায় নিহত হয়েছেন ৪ জন।

সবচেয়ে মর্মান্তিক হচ্ছে—ত্রাণ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো নিশ্চিত করেছে। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরের মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে প্রায় ৮০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

রামাল্লাহর উত্তরে সিঞ্জিল শহরেও ইসরায়েলি বাহিনীর অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

×