৬৩ হাজার মাসিক বেতনে রাশিয়ায় পোলট্রি প্রোসেসিং খাতে কর্মী পাঠাবে বোয়েসেল আবেদন ১৬ জুলাই পর্যন্ত

বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ খুলেছে রাশিয়ার শ্রমবাজারে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাশিয়ার Poultry Processor (Cutting, Processing & Packaging) সেক্টরে ৬০ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।
বোয়েসেল জানিয়েছে, নির্বাচিত কর্মীরা মাসে ৫২০ মার্কিন ডলার বেতন পাবেন (প্রায় ৬২,৪০০ টাকা)। চাকরির মেয়াদ এক বছর, যা নবায়নযোগ্য। কর্মীদের থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা, যোগদানের ফ্লাইট ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরার ফ্লাইট ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
আবেদনের শর্তাবলি সংক্ষেপে
✅ ন্যূনতম এসএসসি পাস
✅ ইংরেজি ভাষায় দক্ষতা, রাশিয়ান জানা থাকলে অগ্রাধিকার
✅ পোলট্রি প্রসেসিং কাজে অভিজ্ঞতা
✅ দৈনিক ৮ ঘণ্টা, সপ্তাহে ৬ দিন কাজ
✅ শারীরিকভাবে সুস্থ থাকতে হবে (ঠান্ডা/অ্যালার্জি থাকলে আবেদন না করার পরামর্শ)
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের RPL সনদ বাধ্যতামূলক। নির্ধারিত সার্ভিস চার্জ, মেডিকেল ফি ও ভিসা ফি প্রার্থীকে দিতে হবে।
আগ্রহীরা ইংরেজিতে সিভি, পাসপোর্ট, অভিজ্ঞতার সনদসহ বোয়েসেল প্রদত্ত লিংকের মাধ্যমে আগামী ১৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
👉 বিস্তারিত জানতে প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫-এ যোগাযোগ করা যাবে।