কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ১ আগস্ট থেকে কার্যকর

কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য বড় খবর। দেশটিতে প্রথমবারের মতো বাংলাদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১ আগস্ট ২০২৫ থেকে এই বেতন কাঠামো বাধ্যতামূলকভাবে কার্যকর হবে। নতুন ভিসা পেতে হলে কুয়েতের নিয়োগদাতাদের এই বেতন কাঠামো অবশ্যই মানতে হবে, অন্যথায় কোনো ভিসা সত্যায়ন করা হবে না বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী—
✅ গৃহকর্মী: সর্বনিম্ন বেতন ১২০ দিনার
✅ বাসার ড্রাইভার ও রাঁধুনি: ১৫০ দিনার
✅ সরকারি চুক্তিভিত্তিক অদক্ষ শ্রমিক: ৯০ দিনার
✅ আকুদ আহলি অদক্ষ শ্রমিক: ১২০ দিনার
✅ দক্ষ ড্রাইভার: ১২০ দিনার
✅ দক্ষ শ্রমিক: ১৫০ দিনার
এই বেতন ৮ ঘণ্টা দৈনিক কাজের ভিত্তিতে প্রযোজ্য হবে।
প্রবাসীরা বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগকে শ্রমিকবান্ধব ও সম্মানজনক হিসেবে দেখছেন। তাদের মতে, প্রবাসী শ্রমিকদের শোষণ বন্ধে এই ন্যূনতম বেতন কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এই কাঠামো শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে দূতাবাসের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।