| ১২ জুলাই ২০২৫
শিরোনাম:

মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড় শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!

মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড় শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!

প্রযুক্তিপণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহের ফলে রাজধানীর শীর্ষস্থানীয় দুই শপিংমল—বসুন্ধরা সিটি শপিং মল ও যমুনা ফিউচার পার্কে প্রতিদিনই দেখা যাচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতা। তবে সপ্তাহের অন্য দিনের তুলনায় শুক্রবারে প্রযুক্তিপণ্যে আগ্রহ বেশি দেখা যাচ্ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বিশেষ করে স্মার্টফোন ও গ্যাজেট নিয়ে আগ্রহী ক্রেতাদের মধ্যে একটি পরিচিত গন্তব্য হয়ে উঠেছে ‘মোবাইল বাজ বিডি’। প্রতি মঙ্গলবার ও শুক্রবার যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং মল এ কিছু বিশেষ পণ্যে সীমিত সময়ের জন্য বিশেষ ছাড় দিয়ে থাকে তারা, যা ক্রেতাদের আকৃষ্ট করছে।

বর্তমানে বিক্রয়ের শীর্ষে রয়েছে— iPhone 16 Pro Max, Phone 16 Pro, iPhone 16, Samsung Galaxy, S25 Ultra, Galaxy S25 Edge, Galaxy S25 5G ইত্যাদি।

প্রযুক্তিপণ্যপ্রেমীদের জন্য আকর্ষণীয় বিষয় হলো—স্মার্টফোনের পাশাপাশি এখানে একসাথে ল্যাপটপ, ট্যাবলেট, এক্সেসরিজ ও আনুষঙ্গিক ডিভাইস পাওয়া যাচ্ছে।

২০১৬ সালে বসুন্ধরা সিটি শপিং মলে শাকিল আহমেদের হাত ধরে মোবাইল বাজ বিডি-র যাত্রা শুরু। ক্রেতাদের আস্থা ও সন্তুষ্টির ওপর ভিত্তি করে অল্পসময়েই প্রতিষ্ঠানটি ঢাকার অন্যতম পরিচিত টেক-রিটেইল ব্র্যান্ডে পরিণত হয়। বর্তমানে বসুন্ধরা সিটি শপিং মলের পাশাপাশি যমুনা ফিউচার পার্কেও রয়েছে পূর্ণাঙ্গ আউটলেট।

একইসঙ্গে অনলাইন অর্ডার ও হোম ডেলিভারির মাধ্যমে সারা দেশে মোবাইল বাজ বিডি তাদের কার্যক্রম পরিচালনা করছে। ওয়েবসাইট: https://mobilebuzzbd.com/

গ্রাহকসেবায় রয়েছে— স্মার্টফোন, ল্যাপটপ ও আনুষঙ্গিক পণ্যের বিক্রয় ক্রেডিট কার্ডে সহজ কিস্তিতে (EMI) কেনার সুবিধা কর্পোরেট ও B2B কেনাকাটার ব্যবস্থা পুরোনো ফোন দিয়ে নতুন ফোনে ট্রেড-ইন সুবিধা ওয়ারেন্টি সাপোর্ট ও বিক্রয় পরবর্তী সার্ভিস বর্তমানে অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস, শাওমি, রিয়েলমি, ভিভো, অপ্পোসহ প্রায় সব জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে এক ছাদের নিচে।

প্রযুক্তিপণ্যে নির্ভরযোগ্যতা, সঠিক দামের নিশ্চয়তা এবং গ্রাহকসেবায় যত্নশীল মনোভাবের কারণেই মোবাইল বাজ বিডি ক্রমেই হয়ে উঠছে নতুন প্রজন্মের ভরসার নাম।

বাইরের খাবারে গ্যাস্ট্রিকের সমস্যা? রান্নায় রসুন-জোয়ান-গোলমরিচ রাখুন

মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড় শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!

দিনভর কাজের ব্যস্ততায় অনেকেরই বাইরে খাওয়া এড়ানো সম্ভব হয় না। বিশেষ করে অফিসে বা পড়াশোনার কারণে যারা সারাদিন বাড়ির বাইরে থাকেন, তাদের জন্য ফাস্টফুড এড়িয়ে চলা কঠিনই বটে। এর ফলে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা দেখা দেয়, যা কখনও কখনও ওষুধ খেয়েও পুরোপুরি কমে না।

তবে একেবারে বাইরের খাবার বন্ধ না করলেও রান্নার ধরন একটু বদলালেই মিলতে পারে সহজ সমাধান। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের রান্নায় রসুন, জোয়ান আর গোলমরিচ ব্যবহার করলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। রসুন ও গোলমরিচ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, আর জোয়ান হজমশক্তি বাড়িয়ে গ্যাস-অম্বলের সমস্যা কমায়।

তাই সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার পেতে এবং গ্যাস্ট্রিকের ঝামেলা কমাতে এই তিনটি উপাদান নিয়মিত রান্নায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটু যত্নে রান্না—আরও সুস্বাদু, আরও উপকারী।

দিল্লিতে চারতলা ভবন ধস: ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে চলছে উদ্ধার অভিযান

মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড় শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!

ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন মানুষের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১২ জুলাই) সকাল ৭টার কিছু পর এ দুর্ঘটনার খবর পাওয়া যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে।

স্থানীয় এক কর্মকর্তা বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘‘আমরা সকাল ৭টার দিকে ভবন ধসের খবর পাই। ইতিমধ্যেই দমকল বাহিনীর সাতটি দলসহ একাধিক টিম উদ্ধার কাজে অংশ নিয়েছে।’’ কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা এখনো জানা যায়নি।

এখন পর্যন্ত চারজনকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অন্তত তিনজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

মিটফোর্ডে ব্যবসায়ী হ’ত্যা: ‘সমাজ জেগে উঠুন’—ডা. শফিকুর রহমান

মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড় শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!

ডা. শফিকুর রহমান : ছবি-সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১১ জুলাই) রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ ঘটনার নিন্দা জানান।

তিনি লেখেন, ‘‘মিটফোর্ডের ঘটনা বিদেশে অবস্থানরত অবস্থায় জেনে সকল ভাষা হারিয়ে ফেলেছি। এ কোন যুগ, কোন সমাজ! প্রকাশ্যে একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শত শত মানুষের সামনে এতটা নির্মমভাবে হত্যা করা হলো!’’

ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে লজ্জা প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘‘হে মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে সোহাগ ভাই, তোমার এই পরিণতির আগে আমরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারিনি—এজন্য আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত।’’

তিনি সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘‘হে সমাজ, জেগে উঠো! মানুষ হিসেবে বাঁচার প্রমাণ দাও। মনে রেখো—আজ তুমি চুপ থাকলে, কাল তোমার ওপরও বিপদ এলে পাশে কাউকে পাবে না। তাই ভয় ও সংকোচ দূরে রেখে অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে।’’

প্রসঙ্গত, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। হত্যার পর মরদেহের ওপরও বর্বরতা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

×