এসএসসি পরীক্ষায় ১৩৪টি স্কুলে শতভাগ ফেল গত বছরের চেয়ে দ্বিগুণ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি, অর্থাৎ এসব প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে। গত বছর এ সংখ্যা ছিল মাত্র ৫১টি, যা এবার ৮৩টি বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত এসএসসি ও সমমানের ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
এসএসসি ও সমমান পরীক্ষার মোট পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ। একই দিনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে।
এই বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল থেকে এবং শেষ হয় ১৩ মে। মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করে। এর মধ্যে ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন ছাত্রী এবং ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন ছাত্র।