কর ফাঁকির মা’মলায় এক বছরের সাজা ও অর্থদণ্ড আনচেলত্তির

কর ফাঁকির অভিযোগে ব্রাজিল জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তিকে এক বছর কারাদণ্ড ও প্রায় চার লাখ ইউরো জরিমানা করেছেন স্পেনের একটি আদালত।
আদালতের রায়ে বলা হয়েছে, ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় নিজের ইমেজ স্বত্ব থেকে আয় গোপন করে কর দেননি আনচেলত্তি। এ জন্য তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা, অর্থদণ্ড দিতে হবে।
তবে স্পেনের প্রচলিত আইনে এক বছরের নিচে কারাদণ্ড হলে এবং অন্য কোনো অপরাধে দোষী না হলে বাস্তবে জেলে যেতে হয় না। ফলে আনচেলত্তিকে জেলে যেতে হচ্ছে না।
আনচেলত্তির পক্ষের আইনজীবীরা দাবি করেছেন, কর ফাঁকির ঘটনাটি ইচ্ছাকৃত নয়। ক্লাবের পক্ষ থেকে সঠিক তথ্য না পাওয়ার কারণে তিনি অনিচ্ছাকৃতভাবে এই পরিস্থিতির মধ্যে পড়েছেন।
মামলার বাদীপক্ষ আনচেলত্তির জন্য চার বছর নয় মাসের কারাদণ্ড চেয়েছিল। তবে আদালত এক বছর সাজা ও অর্থদণ্ডের রায় দেন। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর এই মামলায় আদালতে হাজিরা দিতে হয় আনচেলত্তিকে।