| ১২ জুলাই ২০২৫
শিরোনাম:

আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফলাফল

আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফলাফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে।

প্রতিটি শিক্ষা বোর্ড নিজস্ব ওয়েবসাইটে ফল প্রকাশ করবে। পরীক্ষার্থীরা কেন্দ্রীয় ফলাফল পোর্টাল অথবা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল জানতে পারবে।

এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এজন্য নির্ধারিত শর্টকোড ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

ফলাফল প্রকাশ উপলক্ষে দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

গত ১০ এপ্রিল শুরু হওয়া এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।

জামায়াতের সঙ্গে আর জোট নয়এনসিপির সঙ্গে আলোচনা চালাবে বিএনপি : সালাহউদ্দিন

আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফলাফল

সালাহউদ্দিন আহমেদ : ছবি-সংগৃহীত

দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে আর কোনো নির্বাচনি জোট গঠন করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে জোট গঠন নিয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালাহউদ্দিন বলেন, “আমরা জামায়াতকে নিয়ে আর কোনো জোটের সম্ভাবনা দেখছি না। অতীতে কৌশলগত কারণে তাদের সঙ্গে ছিলাম, এবার প্রয়োজন নেই।”

তিনি জানান, বিএনপি এখন একমাত্র সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটে মনোযোগী, যারা একযোগে গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা চলতে পারে।

জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে সালাহউদ্দিন বলেন, “দীর্ঘ আলোচনার দরকার নেই। যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সমাধান দরকার।” তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যত পুনঃপ্রতিষ্ঠার আশাবাদও ব্যক্ত করেন।

আসন্ন জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করে তিনি বলেন, “বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি উপযোগী নয়। এ ব্যবস্থা জনগণের সরাসরি ভোটাধিকারকে দুর্বল করবে।”

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে সালাহউদ্দিন বলেন, “আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়, এক ধরনের ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তিতে পরিণত হয়েছে।”

৬৩ হাজার মাসিক বেতনে রাশিয়ায় পোলট্রি প্রোসেসিং খাতে কর্মী পাঠাবে বোয়েসেল আবেদন ১৬ জুলাই পর্যন্ত

আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফলাফল

বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ খুলেছে রাশিয়ার শ্রমবাজারে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাশিয়ার Poultry Processor (Cutting, Processing & Packaging) সেক্টরে ৬০ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।

বোয়েসেল জানিয়েছে, নির্বাচিত কর্মীরা মাসে ৫২০ মার্কিন ডলার বেতন পাবেন (প্রায় ৬২,৪০০ টাকা)। চাকরির মেয়াদ এক বছর, যা নবায়নযোগ্য। কর্মীদের থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা, যোগদানের ফ্লাইট ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরার ফ্লাইট ভাড়া নিয়োগকর্তা বহন করবে।

আবেদনের শর্তাবলি সংক্ষেপে
✅ ন্যূনতম এসএসসি পাস
✅ ইংরেজি ভাষায় দক্ষতা, রাশিয়ান জানা থাকলে অগ্রাধিকার
✅ পোলট্রি প্রসেসিং কাজে অভিজ্ঞতা
✅ দৈনিক ৮ ঘণ্টা, সপ্তাহে ৬ দিন কাজ
✅ শারীরিকভাবে সুস্থ থাকতে হবে (ঠান্ডা/অ্যালার্জি থাকলে আবেদন না করার পরামর্শ)

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের RPL সনদ বাধ্যতামূলক। নির্ধারিত সার্ভিস চার্জ, মেডিকেল ফি ও ভিসা ফি প্রার্থীকে দিতে হবে।

আগ্রহীরা ইংরেজিতে সিভি, পাসপোর্ট, অভিজ্ঞতার সনদসহ বোয়েসেল প্রদত্ত লিংকের মাধ্যমে আগামী ১৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

👉 বিস্তারিত জানতে প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫-এ যোগাযোগ করা যাবে।

আওয়ামী লীগ এখন মাফিয়া সংগঠন: সালাহউদ্দিন

আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফলাফল

সালাহউদ্দিন আহমদ : ছবি-সংগৃহীত

আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি একটি অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী শক্তি ও মাফিয়া সংগঠন হিসেবে রূপ নিয়েছে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বহু আগেই তাদের আদর্শ ও চরিত্র হারিয়েছে। ১৯৭৫ সালের আগ থেকে আজ পর্যন্ত তাদের ইতিহাসে কখনো গণতন্ত্র চর্চা হয়নি।’

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।

জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে। দ্রুত আলোচনা শেষ করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

জামায়াতের সঙ্গে জোট গঠন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, এবার আর জামায়াতকে নিয়ে নির্বাচনী জোটের সম্ভাবনা নেই। বিএনপি এখন একযোগে আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়া দলগুলোর সঙ্গেই জোট গড়তে চায়।

তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে সম্ভাব্য জোট গঠনের প্রসঙ্গেও তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত আলোচনা চলবে।

আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বাংলাদেশ এখনো এই পদ্ধতির জন্য প্রস্তুত নয়। ভোটাররা সরাসরি তাদের প্রার্থীকে ভোট দিতে পছন্দ করেন। পিআর চালু হলে ভোটারদের প্রত্যক্ষ সম্পর্ক নষ্ট হবে, যা গণতন্ত্রকে দুর্বল করবে।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এই ব্যবস্থা কার্যত পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন সুপ্রিম কোর্টের রিভিউ রায়ের অপেক্ষা। জনগণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘ছোট দলগুলো বড় বড় দাবি তুললেও প্রকৃত রাজনীতির শক্তি জনসমর্থনেই নিহিত।’
সবশেষে বিএনপি কী কৌশল নেবে, কার সঙ্গে জোট করবে—তা নিয়ে অপেক্ষা করতে হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

×