
সালাহউদ্দিন আহমদ : ছবি-সংগৃহীত
আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি একটি অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী শক্তি ও মাফিয়া সংগঠন হিসেবে রূপ নিয়েছে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বহু আগেই তাদের আদর্শ ও চরিত্র হারিয়েছে। ১৯৭৫ সালের আগ থেকে আজ পর্যন্ত তাদের ইতিহাসে কখনো গণতন্ত্র চর্চা হয়নি।’
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।
জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে। দ্রুত আলোচনা শেষ করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
জামায়াতের সঙ্গে জোট গঠন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, এবার আর জামায়াতকে নিয়ে নির্বাচনী জোটের সম্ভাবনা নেই। বিএনপি এখন একযোগে আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়া দলগুলোর সঙ্গেই জোট গড়তে চায়।
তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে সম্ভাব্য জোট গঠনের প্রসঙ্গেও তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত আলোচনা চলবে।
আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বাংলাদেশ এখনো এই পদ্ধতির জন্য প্রস্তুত নয়। ভোটাররা সরাসরি তাদের প্রার্থীকে ভোট দিতে পছন্দ করেন। পিআর চালু হলে ভোটারদের প্রত্যক্ষ সম্পর্ক নষ্ট হবে, যা গণতন্ত্রকে দুর্বল করবে।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এই ব্যবস্থা কার্যত পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন সুপ্রিম কোর্টের রিভিউ রায়ের অপেক্ষা। জনগণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘ছোট দলগুলো বড় বড় দাবি তুললেও প্রকৃত রাজনীতির শক্তি জনসমর্থনেই নিহিত।’
সবশেষে বিএনপি কী কৌশল নেবে, কার সঙ্গে জোট করবে—তা নিয়ে অপেক্ষা করতে হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।