| ১২ জুলাই ২০২৫
শিরোনাম:

ভুটানকে বাংলাদেশের অবকাঠামো সুবিধা কাজে লাগানোর পরামর্শ ইউনূসের

ভুটানকে বাংলাদেশের অবকাঠামো সুবিধা কাজে লাগানোর পরামর্শ ইউনূসের

মুহাম্মদ ইউনূস : ছবি-সংগৃহীত

ভুটানকে বাংলাদেশের সব ধরনের অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ পরামর্শ দেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন। এসময় তিনি দীর্ঘদিনের ঐতিহাসিক ও চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, চিকিৎসা শিক্ষা ও অন্যান্য খাতে বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করেন।

মানুষে মানুষে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, দুই দেশের যুব সমাজের মধ্যে পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার করা যেতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশ সার্কের চেতনা সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আশা প্রকাশ করেন, তার দায়িত্ব পালনের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

WHO’র দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক সায়মা ওয়াজেদ বাধ্যতামূলক ছুটিতে

ভুটানকে বাংলাদেশের অবকাঠামো সুবিধা কাজে লাগানোর পরামর্শ ইউনূসের

সায়মা ওয়াজেদ পুতুল : ছবি-সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক স্বাস্থ্যনীতি বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচ।

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চার মাস আগে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক পুতুলের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, WHO’র আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে তিনি ভুয়া শিক্ষাগত যোগ্যতার তথ্য ব্যবহার করেছেন, যা বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারার লঙ্ঘন।

২০২৩ সালের শুরুর দিকে WHO’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ, যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।

পুতুলের ছুটির সময়ে WHO’র সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহমে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংস্থাটি।

জামায়াতের সঙ্গে আর জোট নয়এনসিপির সঙ্গে আলোচনা চালাবে বিএনপি : সালাহউদ্দিন

ভুটানকে বাংলাদেশের অবকাঠামো সুবিধা কাজে লাগানোর পরামর্শ ইউনূসের

সালাহউদ্দিন আহমেদ : ছবি-সংগৃহীত

দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে আর কোনো নির্বাচনি জোট গঠন করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে জোট গঠন নিয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালাহউদ্দিন বলেন, “আমরা জামায়াতকে নিয়ে আর কোনো জোটের সম্ভাবনা দেখছি না। অতীতে কৌশলগত কারণে তাদের সঙ্গে ছিলাম, এবার প্রয়োজন নেই।”

তিনি জানান, বিএনপি এখন একমাত্র সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটে মনোযোগী, যারা একযোগে গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা চলতে পারে।

জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে সালাহউদ্দিন বলেন, “দীর্ঘ আলোচনার দরকার নেই। যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সমাধান দরকার।” তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যত পুনঃপ্রতিষ্ঠার আশাবাদও ব্যক্ত করেন।

আসন্ন জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করে তিনি বলেন, “বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি উপযোগী নয়। এ ব্যবস্থা জনগণের সরাসরি ভোটাধিকারকে দুর্বল করবে।”

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে সালাহউদ্দিন বলেন, “আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়, এক ধরনের ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তিতে পরিণত হয়েছে।”

৬৩ হাজার মাসিক বেতনে রাশিয়ায় পোলট্রি প্রোসেসিং খাতে কর্মী পাঠাবে বোয়েসেল আবেদন ১৬ জুলাই পর্যন্ত

ভুটানকে বাংলাদেশের অবকাঠামো সুবিধা কাজে লাগানোর পরামর্শ ইউনূসের

বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ খুলেছে রাশিয়ার শ্রমবাজারে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাশিয়ার Poultry Processor (Cutting, Processing & Packaging) সেক্টরে ৬০ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।

বোয়েসেল জানিয়েছে, নির্বাচিত কর্মীরা মাসে ৫২০ মার্কিন ডলার বেতন পাবেন (প্রায় ৬২,৪০০ টাকা)। চাকরির মেয়াদ এক বছর, যা নবায়নযোগ্য। কর্মীদের থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা, যোগদানের ফ্লাইট ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরার ফ্লাইট ভাড়া নিয়োগকর্তা বহন করবে।

আবেদনের শর্তাবলি সংক্ষেপে
✅ ন্যূনতম এসএসসি পাস
✅ ইংরেজি ভাষায় দক্ষতা, রাশিয়ান জানা থাকলে অগ্রাধিকার
✅ পোলট্রি প্রসেসিং কাজে অভিজ্ঞতা
✅ দৈনিক ৮ ঘণ্টা, সপ্তাহে ৬ দিন কাজ
✅ শারীরিকভাবে সুস্থ থাকতে হবে (ঠান্ডা/অ্যালার্জি থাকলে আবেদন না করার পরামর্শ)

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের RPL সনদ বাধ্যতামূলক। নির্ধারিত সার্ভিস চার্জ, মেডিকেল ফি ও ভিসা ফি প্রার্থীকে দিতে হবে।

আগ্রহীরা ইংরেজিতে সিভি, পাসপোর্ট, অভিজ্ঞতার সনদসহ বোয়েসেল প্রদত্ত লিংকের মাধ্যমে আগামী ১৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

👉 বিস্তারিত জানতে প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫-এ যোগাযোগ করা যাবে।

×