| ১২ জুলাই ২০২৫
শিরোনাম:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল: গণতন্ত্রে ভিন্নমতের অবাধ প্রকাশ নিশ্চিত করতে হবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল: গণতন্ত্রে ভিন্নমতের অবাধ প্রকাশ নিশ্চিত করতে হবে

মির্জা ফখরুল : ছবি-সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের জন্য দুর্ভাগ্য এখনও গণতন্ত্র চর্চার যথাযথ সুযোগ হয়নি। কথা বলার স্বাধীনতা থাকতে হবে, ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ করতে হবে। ভিন্নমত গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য।’

মঙ্গলবার (৮ জুলাই) বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়লগ যৌথভাবে আয়োজিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, একই সঙ্গে তোমার কথাও বলতে হবে। মতের অমিল ও বিতর্ক থাকবেই, কিন্তু তা প্রকাশের স্বাধীনতা অত্যাবশ্যক।’

তিনি দেশের তরুণ প্রজন্মের ওপর আস্থা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের মাত্র ১.৮৭ শতাংশ তরুণ রাজনীতিতে আগ্রহী, এমন জরিপ দেখে মন খারাপ হয়েছিল, কিন্তু আজ এখানে এসে আমার আশা বেড়েছে। আমাদের তরুণরা যোগ্য এবং তারা দেশের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘অনেকে ভাবেন এখানে কিছু পরিবর্তন হবে না, এটা সঠিক নয়। আমি আশাবাদী, অনেক কিছু হবে এবং বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।’

অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস, অ্যাডকম হোল্ডিংসের এমডি নাজিম ফারহান চৌধুরী, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম, বিএনপির পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইশরাফি খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

WHO’র দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক সায়মা ওয়াজেদ বাধ্যতামূলক ছুটিতে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল: গণতন্ত্রে ভিন্নমতের অবাধ প্রকাশ নিশ্চিত করতে হবে

সায়মা ওয়াজেদ পুতুল : ছবি-সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক স্বাস্থ্যনীতি বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচ।

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চার মাস আগে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক পুতুলের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, WHO’র আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে তিনি ভুয়া শিক্ষাগত যোগ্যতার তথ্য ব্যবহার করেছেন, যা বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারার লঙ্ঘন।

২০২৩ সালের শুরুর দিকে WHO’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ, যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।

পুতুলের ছুটির সময়ে WHO’র সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহমে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংস্থাটি।

জামায়াতের সঙ্গে আর জোট নয়এনসিপির সঙ্গে আলোচনা চালাবে বিএনপি : সালাহউদ্দিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল: গণতন্ত্রে ভিন্নমতের অবাধ প্রকাশ নিশ্চিত করতে হবে

সালাহউদ্দিন আহমেদ : ছবি-সংগৃহীত

দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে আর কোনো নির্বাচনি জোট গঠন করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে জোট গঠন নিয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালাহউদ্দিন বলেন, “আমরা জামায়াতকে নিয়ে আর কোনো জোটের সম্ভাবনা দেখছি না। অতীতে কৌশলগত কারণে তাদের সঙ্গে ছিলাম, এবার প্রয়োজন নেই।”

তিনি জানান, বিএনপি এখন একমাত্র সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটে মনোযোগী, যারা একযোগে গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা চলতে পারে।

জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে সালাহউদ্দিন বলেন, “দীর্ঘ আলোচনার দরকার নেই। যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সমাধান দরকার।” তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যত পুনঃপ্রতিষ্ঠার আশাবাদও ব্যক্ত করেন।

আসন্ন জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করে তিনি বলেন, “বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি উপযোগী নয়। এ ব্যবস্থা জনগণের সরাসরি ভোটাধিকারকে দুর্বল করবে।”

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে সালাহউদ্দিন বলেন, “আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়, এক ধরনের ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তিতে পরিণত হয়েছে।”

৬৩ হাজার মাসিক বেতনে রাশিয়ায় পোলট্রি প্রোসেসিং খাতে কর্মী পাঠাবে বোয়েসেল আবেদন ১৬ জুলাই পর্যন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল: গণতন্ত্রে ভিন্নমতের অবাধ প্রকাশ নিশ্চিত করতে হবে

বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ খুলেছে রাশিয়ার শ্রমবাজারে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাশিয়ার Poultry Processor (Cutting, Processing & Packaging) সেক্টরে ৬০ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।

বোয়েসেল জানিয়েছে, নির্বাচিত কর্মীরা মাসে ৫২০ মার্কিন ডলার বেতন পাবেন (প্রায় ৬২,৪০০ টাকা)। চাকরির মেয়াদ এক বছর, যা নবায়নযোগ্য। কর্মীদের থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা, যোগদানের ফ্লাইট ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরার ফ্লাইট ভাড়া নিয়োগকর্তা বহন করবে।

আবেদনের শর্তাবলি সংক্ষেপে
✅ ন্যূনতম এসএসসি পাস
✅ ইংরেজি ভাষায় দক্ষতা, রাশিয়ান জানা থাকলে অগ্রাধিকার
✅ পোলট্রি প্রসেসিং কাজে অভিজ্ঞতা
✅ দৈনিক ৮ ঘণ্টা, সপ্তাহে ৬ দিন কাজ
✅ শারীরিকভাবে সুস্থ থাকতে হবে (ঠান্ডা/অ্যালার্জি থাকলে আবেদন না করার পরামর্শ)

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের RPL সনদ বাধ্যতামূলক। নির্ধারিত সার্ভিস চার্জ, মেডিকেল ফি ও ভিসা ফি প্রার্থীকে দিতে হবে।

আগ্রহীরা ইংরেজিতে সিভি, পাসপোর্ট, অভিজ্ঞতার সনদসহ বোয়েসেল প্রদত্ত লিংকের মাধ্যমে আগামী ১৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

👉 বিস্তারিত জানতে প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫-এ যোগাযোগ করা যাবে।

×