জামিনের পর ফিরলেন নুসরাত ফারিয়া ওটিটিতে মুক্তি পেল ‘জ্বীন-৩’

নুসরাত ফারিয়া : ছবি-সংগৃহীত
গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার পর কারাগারে যেতে হয়েছিল দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। পরে জামিনে মুক্তি পান এই অভিনেত্রী। মুক্তির পর বেশ কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন তিনি। ভক্তদের জানিয়েছিলেন, তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ ছিলেন। তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি এবং আবারও সক্রিয় হচ্ছেন অনলাইনে।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে নতুন সিনেমা নিয়ে পোস্ট করেছেন ফারিয়া। ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তাঁর নতুন সিনেমা ‘জ্বীন-৩’ এবার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমার পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।’
পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, ‘৮ জুলাই বিকাল ৩টা, বিশ্বব্যাপী ডিজিটাল মুক্তি।’
নুসরাত ফারিয়ার পোস্টে অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন এবং সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন। কেউ লিখেছেন, ‘অসাধারণ এক ভয়ংকর থ্রিলার উপহার দিলেন আপনি।’ কেউ লিখেছেন, ‘খুব সুন্দর হয়েছে, শুভ কামনা রইল।’
‘জ্বীন’ ও ‘জ্বীন-২’র সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘জ্বীন-৩’। কামরুজ্জামান রোমান পরিচালিত এ সিনেমাটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি। এতে নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করেছেন সজল, নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরা প্রমুখ।
দর্শকদের প্রত্যাশা—কারাগার ও অসুস্থতা পেরিয়ে নতুন সিনেমার মাধ্যমে আবারও রূপালি পর্দায় আলো ছড়াবেন নুসরাত ফারিয়া।