জোয়াও পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। দলের জয়ে বড় অবদান রেখেছেন চেলসির নতুন স্ট্রাইকার জোয়াও পেদ্রো।
বিশেষভাবে নজরকাড়া বিষয় হলো—পেদ্রো পেশাদার ফুটবলে ফ্লুমিনেন্সের হয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন। সেই সাবেক ক্লাবের বিপক্ষেই শুরুর একাদশে প্রথম সুযোগ পেয়ে জোড়া গোল করেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৮তম মিনিটে প্রথম গোলটি করেন পেদ্রো। এরপর দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে আরেকটি গোল করে চেলসিকে ফাইনালে পৌঁছে দেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
অন্যদিকে, ক্লাব বিশ্বকাপের আরেকটি জমজমাট সেমিফাইনালে ইউরোপ চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ম্যাচটি হবে বুধবার দিবাগত রাত ১টায়।
চেলসির প্রতিপক্ষ হিসেবে কারা ফাইনালে উঠবে, তা নির্ভর করছে এই হাইভোল্টেজ ম্যাচের ফলাফলের ওপর।