রাশমিকা-বিজয়: পর্দার রসায়ন থেকে বাস্তব প্রেমের গুঞ্জন

ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হন তারা। পরে ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’-এ আবারও একসঙ্গে দেখা যায় এই জুটিকে। উভয় ছবিতেই তাদের রসায়ন দর্শকদের মন জয় করেছে।
তবে সিনেমার পর্দার প্রেম বাস্তব জীবনেও গুঞ্জন তৈরি করেছে। শুটিংয়ের সময় থেকেই রাশমিকা-বিজয়কে ঘিরে প্রেমের গল্প ছড়িয়েছে। যদিও দুজনই সম্পর্কটিকে ‘শুধু বন্ধুত্ব’ বলেই দাবি করে আসছেন। কিন্তু একসঙ্গে জিমে যাওয়া, একান্তে ছুটি কাটানো, লিভ-ইন গুঞ্জন—সব মিলিয়ে তাদের ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই।
গত পাঁচ বছর ধরে তাদের নতুন কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। অনেকে মনে করেন, বাস্তব জীবনের সম্পর্কের কারণেই তারা পর্দায় একসঙ্গে ফিরতে চাইছেন না। তবে এ বিষয়ে কখনোই খোলাসা করেননি বিজয় বা রাশমিকা কেউই। এমনকি সামাজিক মাধ্যমেও নেই তাদের একসঙ্গে কোনো ছবি। রাশমিকাকে ফলোও করেন না বিজয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন বিজয় দেবেরাকোন্ডা। তিনি বলেন, তার মধ্যে একধরনের দ্বৈত সত্তা কাজ করে—একদিকে বিশ্বখ্যাত অভিনেতা হওয়ার ইচ্ছে, অন্যদিকে সবার আড়ালে একান্তে বাঁচার তাগিদ। তার কথায়, ‘একটা অন্য মানুষের মুখোশ পরে থাকতে পারলে ভালো হতো। তারকা হিসেবে সেই মুখোশ মানুষ চিনত, আর আমি নিজের মতো থাকতাম।’
বিজয় বলেন, তিনি নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে চান। যদিও এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, ‘আমার বয়স এখন ৩৫। অবশ্যই আমি সম্পর্কে আছি।’ তবে সেই সম্পর্কের মানুষটির নাম তিনি কখনো প্রকাশ করেননি। অন্যদিকে, রাশমিকা বিভিন্ন সময়ে বিজয়ের প্রতি মুগ্ধতার ইঙ্গিত দিলেও কখনোই সম্পর্কের কথা সরাসরি স্বীকার করেননি। ফলে ‘গীতা গোবিন্দম’ আর ‘ডিয়ার কমরেড’ খ্যাত এই জুটির প্রেমের ঘোষণার অপেক্ষায়ই রয়েছেন অনুরাগীরা।