শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশের অডিও সত্য বিবিসি আই নিশ্চিত করেছে

গত বছর জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা—এমন একটি অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই।
শেখ হাসিনা ও অজ্ঞাত এক শীর্ষ সরকারি কর্মকর্তার কথোপকথনের এই অডিওটি গত মার্চে অনলাইনে ফাঁস হয়। রেকর্ডটি ২০২৩ সালের ১৮ জুলাইয়ের কল বলে নিশ্চিত করা হয়েছে।
অডিওতে শোনা যায়, বিক্ষোভকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি চালাতে এবং মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা।
বিবিসি’র অডিও ফরেনসিক বিশেষজ্ঞ টিম এয়ারশট এ রেকর্ড পরীক্ষা করে দেখেছে, স্বর, শ্বাসপ্রশ্বাসের শব্দসহ নানা উপাদান বিশ্লেষণে রেকর্ডের কোনো অংশ সম্পাদিত বা বিকৃত নয়। তারা জানিয়েছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে স্পিকারে কথা বলার ইঙ্গিত মেলে।
ঢাকায় একটি বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলায় এই অডিও রেকর্ডিংকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।