সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ২৪ কোটি টাকার সম্পদ জব্দ

গোলাম দস্তগীর গাজী : ছবি-সংগৃহীত
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে থাকা ১২টি কোম্পানির শেয়ার, ৯টি ব্যাংক হিসাব ও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের আনুমানিক মূল্য ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুদকের উপসহকারী পরিচালক মো. জুলফিকার এ বিষয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, তদন্ত চলাকালে আসামি অসাধু উপায়ে অর্জিত সম্পদ গোপনে স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছেন। তাই এসব সম্পদ অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।
এর আগে গত ৫ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় তার ৪৪৮ কোটি টাকার সম্পদের তথ্য উঠে আসে, যার মধ্যে ২৩ কোটি ৫১ লাখ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।