‘গুঁড়ি গুঁড়ি থেকে ভারী বৃষ্টি পাঁচ দিন বাড়তে পারে বর্ষণ’

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে শুরু করে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও সড়কে পানি জমে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। তবে টানা বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে আগামী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে, একই সঙ্গে কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। এ বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল রয়েছে।
দপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে সারা দেশের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে নীলফামারীর ডিমলায়, ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে, যেখানে ১৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।