রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ চঞ্চল-নিশো একসঙ্গে

সত্য ঘটনার অনুপ্রেরণায় ‘দম’ শিরোনামে নতুন সিনেমা নির্মাণ করছেন পরিচালক রেদওয়ান রনি। আগে থেকে জানা ছিল এই সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশোও। বিষয়টি নিশো নিজেই নিশ্চিত করেছেন।
আফরান নিশো জানান, ‘দম’ একটি সার্ভাইভাল ইনস্পিরেশনাল গল্পের সিনেমা হতে যাচ্ছে। এ ধরনের গল্পে আমার আলাদা দুর্বলতা আছে। এতে পারফরম্যান্সের অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমার জানা মতে, দেশে এমন সিনেমা আগে হয়নি।’
এর আগে নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমাও গল্পনির্ভর ও পারফরম্যান্সভিত্তিক ছিল বলে উল্লেখ করেন তিনি। নিশোর ভাষায়, ‘দম’-এর গল্প আগের দুই সিনেমার চেয়েও বড় ক্যানভাসের। এটিও পারফরম্যান্স বেইজ, অ্যাক্টিং বেইজ সিনেমা হবে।’
পরিচালক রেদওয়ান রনি জানিয়েছেন, খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।