মাত্র দুই মৌসুমেই এমএলএসে রেকর্ড ম্যাচসেরা মেসি

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মেজর লিগ সকারের (এমএলএস) ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার যেন প্রায় লিওনেল মেসির ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। প্রতিপক্ষ যেই হোক না কেন, দুর্দান্ত পারফরম্যান্সে বারবার নিজের করে নিচ্ছেন ম্যাচ সেরার স্বীকৃতি।
সর্বশেষ ম্যাচে মন্ট্রিয়েলের বিপক্ষে ৪-১ গোলের জয়ে জোড়া গোল করে এবার লিগের চলতি মৌসুমে তৃতীয়বারের মতো ম্যাচসেরা হয়েছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচে দেখা গেছে সেরা সময়ের মেসিকে—শরীরের দারুণ নিয়ন্ত্রণ আর বাঁ পায়ের জাদুতে একসঙ্গে তিন থেকে পাঁচজন ডিফেন্ডারকে পরাস্ত করে গোলরক্ষককে উড়িয়ে দিয়েছেন তিনি।
সব মিলিয়ে মেসি মায়ামির হয়ে এখন পর্যন্ত ৯ বার জিতলেন ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’। এমএলএসের ইতিহাসে মাত্র ১১ জন খেলোয়াড় এই কীর্তি গড়েছেন। অন্যরা যেখানে বছরের পর বছর খেলে এই স্বীকৃতি পেয়েছেন, সেখানে মেসি মাত্র দুই মৌসুমেই রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়েছেন।
বর্তমানে লিগে খেলা ফুটবলারদের মধ্যে মেসিই দ্বিতীয়, যিনি ৯ বার ম্যাচসেরা হয়েছেন। সমান সংখ্যক ম্যাচসেরা হয়েছেন আটালান্টা ইউনাইটেডের জোসেফ মার্তিনেজও। ১০ জুলাই নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে নামবে ইন্টার মায়ামি—সেখানে এই রেকর্ডে একক শীর্ষে উঠতে পারেন মেসি।